LetrasTumi

Topu

Última atualização em: 25 de Fevereiro de 2018

দূরেতে দাড়িয়ে আড় চোখে আমাকে দেখে নয় হাত বাড়িয়ে

চোখের ভাষাতে টানে বলেনাত কিছু তার গলাটাও নিচু বলে ইশারাতে কিছু যা বোঝা বড় দায় হাতটাকে নাড়ে, লুকিয়ে আড়ালে, বুঝেছি যা বুঝার সে ভালবাসে আমায় হমম আমায় ... হমম আমায় যতই খোজ তুমি (যতই খোজ তুমি) তাকে খুঁজে পাবেনা শুধু জেনো সে আছে, একদিন ধরা দেবে জানো কি তা? আসবে সে কাছে, ভালবাসা নিয়ে, মেঘের ভেলায় চড়ে অথবা পায়ে হেটে, জমানো ব্যথা, চেপে রাখা কথা, বলে দিও তুমি সব এক নিমিষেই সে আছে মনেতে, বারে বারে দেখা দেয় বলেছি তাকে, যত টুকু বলা যায় সারাক্ষণ ভাবি, আর নেই কোনো দাবি, একবার দেখাতেই আমি বুঝেছি প্রতিদিন আমি যাকে স্বপ্নেতে দেখি আর কেউ নয়, সেই যে তুমি তুমি, তুমি

  • 2

Últimas atividades

Última edição porKamrul Hasan Mamun
Tradução porZahid Siam

O Musixmatch para Spotify e
Apple Music está agora disponível para
o seu computador

Descarregar agora