LetrasParashonar jalanjali bhebe

Mohiner Ghoraguli

Última atualização em: 22 de Julho de 2017
Sem traduções disponíveisSem traduções disponíveis
Estas letras estão à espera de revisão
Maksudul Alam sugeriu alterações a esta letra.

পড়াশোনায় জলাঞ্জলি ভেবে মূর্খ বলছো কি তোমরা বলছো আমাদের জীবনের চার আনাই ফাঁকি পড়াশোনায় জলাঞ্জলি ভেবে মূর্খ বলছো কি তোমরা বলছো আমাদের জীবনের চার আনাই ফাঁকি হে ষোল আনা থেকে যদি চার আনা যায় হিসেব দাঁড়ায় এসে বারো আনায় কিন্ত বারো আনাতেই আমরা খুশী আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশি হে ষোল আনা থেকে যদি চার আনা যায় হিসেব দাঁড়ায় এসে বারো আনায় কিন্ত বারো আনাতেই আমরা খুশী আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশী মানিনা মানবোনা তাই, করছো ছি ছি ছি তোমরা বলছো অবাধ্য জীবনের আট আনাই ফাঁকি মানিনা মানবোনা তাই, করছো ছি ছি ছি তোমরা বলছো অবাধ্য জীবনের আট আনাই ফাঁকি হে ষোল আনা থেকে যদি আট আনা যায় হিসেব দাঁড়ায় এসে সেই আট আনায় কিন্ত আট আনাতেই আমরা খুশী আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশী হে ষোল আনা থেকে যদি আট আনা যায় হিসেব দাঁড়ায় এসে সেই আট আনায় কিন্ত আট আনাতেই আমরা খুশী আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশী আমাদের পরকাল ঝরঝরে ভেবে দুঃখ করছ কি? তোমরা বলছো এলোমেলো জীবনের বার আনাই ফাঁকি আমাদের পরকাল ঝরঝরে ভেবে দুঃখ করছ কি? তোমরা বলছো এলোমেলো জীবনের বার আনাই ফাঁকি হে ষোল আনা থেকে যদি বার আনা যায় হিসেব দাঁড়ায় এসে মোটে চার আনায় কিন্তু চার আনাতেই আমরা খুশী আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশী হে ষোল আনা থেকে যদি বার আনা যায় হিসেব দাঁড়ায় এসে মোটে চার আনায় কিন্তু চার আনাতেই আমরা খুশী আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশী ভাল, ভালবাসা তোমরা জানো কি ভাল বাসতে না জানলে জীবনের ষোল আনাই ফাঁকি ভাল, ভালবাসা তোমরা জানো কি ভাল বাসতে না জানলে জীবনের ষোল আনাই ফাঁকি হে ষোল আনা থেকে যদি ষোল আনা যায় হিসেবটা কষে দেখ দাড়াও কোথায় শুধু শুন্য শুন্য শুন্য রাশি রাশি তোমাদের কথা ভেবে আমরা হাসি হে ষোল আনা থেকে যদি ষোল আনা যায় হিসেবটা কষে দেখ দাড়াও কোথায় শুধু শুন্য শুন্য শুন্য রাশি রাশি তোমাদের কথা ভেবে আমরা হাসি হা হা হা হা, হি হি হি হি হা হা হা হা, হি হি হি হি হা হা হা হা, হি হি হি হি

Sem traduções disponíveisSem traduções disponíveis
  • 0

Últimas atividades

Sincronizada porChannel of Thoughts

O Musixmatch para Spotify e
iTunes está agora disponível para
o seu computador

Descarregar agora