LetraChile Kothar Shepai

Artcell

Última atualização em: 21 de Fevereiro de 2020

যা দেখো, যা দেখো না ভাঙ্গে যত অনুভূতি চেনা অচেনা তোমার অনাগত সম্ভাবনায়

জমে ঘুণপোকার আর্তনাদ তোমার নীল আকাশ শূন্য চোখে চেয়ে থাকে অন্ধকার দেয়ালে তোমার আলো জন্ম দেয় মিথ্যে ছায়াকে সম্মোহিত সময়ে তোমার জানালায় নীল আকাশ আঁধারে নয়, আলোতে ভয় দৃশ্যগুলো শব্দময় শূন্যতায় ভীড়ে হারিয়েছে স্তব্ধ সময় স্বপ্নময়, ঘুমে নয় শব্দগুলো দৃশ্যময় শূন্যতায় নির্বাসিত রয় স্তব্ধ সময় ছায়াদের বাঁধা চোখে চোখে ফেরে সময়ের নির্বাসিত নীল আকাশ অন্ধকার ভেঙ্গে গড়ে আজ শব্দ করে ইতিহাস তোমার নীল আকাশ শূন্য চোখে চেয়ে থাকে অন্ধকার দেয়ালে তোমার আলো জন্ম দেয় মিথ্যে ছায়াকে সম্মোহিত সময়ে তোমার জানালায় নীল আকাশ আঁধারে নয়, আলোতে ভয় দৃশ্যগুলো শব্দময় শূন্যতায় ভীড়ে হারিয়েছে স্তব্ধ সময় স্বপ্নময়, ঘুমে নয় শব্দগুলো দৃশ্যময় শূন্যতায় নির্বাসিত রয় স্তব্ধ সময় তোমার মৃত স্বপ্নের দৃশ্য আজও ওড়ে বাতাসে বিগত সময় শব্দ করে ভুলের চেনা শরীর চেনে কি তোমাকে? এখানে কে দাঁড়ায় ছায়ায় মিছিলে? একই অতীত, একই সময় কেন তবু এই পথের শেষে জড় অনুভূতি, কেন মেঘে ঢাকা পড়ে ছেঁড়া আকাশ আঁধারে নয়, আলোতে ভয় দৃশ্যগুলো শব্দময় শূন্যতায় ভীড়ে হারিয়েছে স্তব্ধ সময় স্বপ্নময়, ঘুমে নয় শব্দগুলো দৃশ্যময় শূন্যতায় নির্বাসিত রয় স্তব্ধ সময়

  • 484

Atividades mais recentes

Sincronizada porLabib Ibn Ekram
Traduzido porEmon Sarowar

Musixmatch para Spotify e
Apple Music agora está disponível para
seu computador

Baixe agora